স্থগিত মঠবাড়িয়াসহ ২২ উপজেলায় ভোট ১৮ জুন

Sharing is caring!

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন ধাপে স্থগিত হওয়া ৫টিসহ ২২টি উপজেলার ভোটগ্রহণ আগামী ১৮ জুন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।

নির্দেশনায় বলা হয়েছে, পিরোজপুরের মঠবাড়িয়া , নেত্রকোণার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার স্থগিত নির্বাচন ১৮ জুন অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে এসব উপজেলার নির্বাচন যে পর্যায়ে স্থগিত করা হয়েছিল, সেই পর্যায় থেকেই আবার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠেয় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণে ২৮ মার্চ নির্বাচন কমিশন নির্বাচন সাময়িক স্থগিতাদেশ দেয়।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!