মঠবাড়িয়ায় ট্রাক্টর চাপায় কৃষিশ্রমিক নিহত

Sharing is caring!

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা>>
মঠবাড়িয়ায় কৃষিজমি চাষের সময় ট্রাক্টর চাপায় সজল হাওলাদার(২৭) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত দশটার দিকে উপজেলার দক্ষিণ কবুতরখালী গ্রামে ট্রাক্টর দিয়ে জমি চাষের সময় ওই শ্রমিক অসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হন। পরে গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু ঘটে।
নিহত সজল উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের মো. কাঞ্চন আলীর ছেলে।

স্থানীয়দের সূত্রে, মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ কবুতরখালী গ্রামের কৃষিজমিতে ডাল আবাদের জন্য ট্রাক্টর মালিক জাহিন হোসেন জমি চাষ করছিলেন। এ জমি চাষে শ্রমিক সজল সহযোগি হিসেবে কাজ করছিলেন। চাষের সময় অসাবধানতাবশত শ্রমিক সজল ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। রাতে গ্রামবাসি আহত শ্রমিককে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এ ঘটনায় নিহত শ্রমিক সজলের পরিবারে এখন শোকের মাতোম চলছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান মিলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল হতে নিহত চাষির লাশ উদ্ধার করে বুধবার জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!