মঠবাড়িয়ায় ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগ

Sharing is caring!

মঠবাড়িয়া প্রতিনিধি ঃ
মঠবাড়িয়ায় সংঘবদ্ধ বখাটে কর্তৃক ধর্ষণের শিকার এক কলেজ ছাত্রীকে আটকে ভয়ভীতি দেখিয়ে আপত্তিকরমূলক বক্তব্য ভিডিও ধারন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নির্যাতিত কলেজ ছাত্রীর মা দাবি করেছেন, কারাগারে থাকা অভিযুক্ত আসামিদের স্বজনরা মামলাটিকে বিতর্কিত করতে একের পর এক হয়রানি করে আসছে। মঙ্গলবার এর প্রতিকার চেয়ে স্থানীয় মিরুখালী স্কুল এÐ কলেজের উদ্যোগে নির্যাতিত মেয়েটির সহপাঠিরা বাজারের প্রধান সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ সহ¯্রাধিক এলাকাবাসি অংশ নেন।
স্থানীয় দাউদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান খান এর সভাপতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, মাদ্রাসা সুপার এবিএম রুহুল আমীন, প্রধান শিক্ষক কামাল হোসেন প্রমূখ ।
কলেজ সূত্রে জানাগেছে, ২০১৮ সালে মিরুখালী স্কুল এÐ কলেজের নবম শ্রেণীপড়–য়া এক ছাত্রীকে সাইফুল ইসলাম নামে এক বখাটের নেতৃত্বে চার যুবক মিলে পরিত্যাক্ত একটি ঘরে আটকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার পর নির্যাতিত ছাত্রীর শিক্ষাপ্রতিষ্ঠানের কলেজ অধ্যক্ষের নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসি ধর্ষণের প্রতিবাদে নানা প্রতিবাদকর্মসূচি পালন করে। বর্তমানে অভিযুক্ত আসামীরা কারাগারে রয়েছে। সম্প্রতি নির্যাতিত মেয়েটিকে স্বজন কর্তৃক দ্বিতীয় দফায় তুলে নিয়ে আটকে রেখে মেয়েটির ওপর শারিরীক নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে কলেজ অথ্যক্ষের বিরুদ্ধে আপত্তিকর বানোয়াট ভিডিও ধারন করে। পরে ওই ভিডিও আসামীদের স্বজনরা সামাজিক যোগযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর মা মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি একটি সাধারণ ডায়রি হিসেবে গ্রহন করেন।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!