মঠবাড়িয়ায় ছাত্রলীগের ৬৭ নেতা কর্মীর নামে মামলা প্রত্যাহারের দাবি

Sharing is caring!

পিরোজপুর  সংবাদদাতা  >>>
পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার রাতে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে উপজেলা যুবলীগের সভাপতিসহ দুইজনকে কুপিয়ে আহতকরার ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সভাপতি,সম্পাদকসহ ৬৭ নেতা কর্মীর নামে মামলা করা হয়েছে। ঘটনার পর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল সোহেল বাদি হয়ে যুবলীগ নেতাকে অপহরণ করে হত্যার চেস্টার অভিযোগ এনে এ মামলাটি করেন। এ মামলায় ইতিমধ্যে এজাহারভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এঘটনাকে কেন্দ্র করে দুই গ্রæপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শহরে পরিস্থিতি শান্ত করতে গত তিনদিন ধরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে বুধবার সকালে পৌর আওয়ামীলীগের সভাপতির বাসভবনে সে¦চ্ছাসেবক লীগের নেতা কর্মীরা সংবাদ সম্মেলন করে মামলা প্রত্যাহার করে প্রকৃত অপরাধিদের শাস্তির আওতায় আনার দাবি জানান। লিখিত বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলাউদ্দিন আল আজাদ বলেন, বরিবারের একটি মারধরের ঘটনায় ছাত্রলীগের ১৭ নেতা কর্মীর নামে থানায় মামলা দেওয়ার ঘটনায় সোমবার সন্ধ্যায় একই এলাকায় পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের দুটি আলাদা আলাদা প্রতিবাদ সভা চলছিল। এ সময় হঠাৎ করে উভয় গ্রæপের উত্তেজিত কিছু নেতা-কর্মীরা বাকবিতণ্ডে জড়িয়ে পরে। এতে এক পরযায় যুবলীগের সভাপতি পৌর মেয়রের বাসভবনের গেটে ধাক্কা লেগে আহত হন। এঘটনাকে কেন্দ্র করে একটি মহল ছাত্রলীগের নেতা কর্মীদের হয়রানি করার জন্য ৬৭ নেতা কর্মীর নামে মিথ্যা মাামলা করেছেন। সংবাদ সম্মেলনে নেতারা অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যহারে দাবি জানানো হয়।
উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মধ্যে অভ্যন্তরীন কোন্দল লেগে আছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দীন আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান সমর্থিত গ্রুপ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সমর্থিত গ্রুপের মধ্যে কোন্দল রয়েছে। এর জের ধরে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে কোন্দল চলছে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!