পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমান নির্বাচন থেকে সড়ে দাড়ালেন

Sharing is caring!

পিরোজপুর প্রতিনিধি >>পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সদ্য পদত্যাগকারী মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর পিরোজপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে জেলা অওয়ামী লীগের সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিমের কাছে লিখিত ভাবে প্রত্যাহারের চিঠি তুলে দেন।প্রত্যাহারের কারন সম্পর্কে আশরাফুর রহমান বলেন, তৃনমুলের কর্মীদের হামলা মামলার হাত থেকে রক্ষা করতে এবং প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহাজোটের মনোনিত প্রার্থীর পক্ষে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, বর্তমানে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির বর্তমান এমপি রুস্তম আলী ফরাজী বিগত ৫ বছরে তৃনমুল আওয়ামীলীগ কর্মীদের অত্যাচার, হামলা-মামলার প্রতিবাদ করার জন্যই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করতে চেয়েছিলেন। তিনি বলেন, এখনও লাঙ্গলের প্রার্থী রুস্তম আলী ফরাজীর লোকজন ভুমি দস্যুতা, ডাকাতি, নারীর শ্লীলতা হানির মতো ঘটনা ঘটাচ্ছে। আগামীতে যেন এধরনের ঘটনা না ঘটে তার দায়-দ্বায়িত্ব নেয়ার জন্য তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিমের কাছে অনুরোধ করেন। উপজেলা আওয়ামীলীগ থেকে তার বহিস্কারের সুপারিশ সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, জেলা আওয়ামীলীগ এব্যাপারে কোন সুপারিশ না করলে কেন্দ্র কোন সিদ্ধান্ত নেবেনা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি এ কে এম এ আউয়াল,কেন্দ্রীয় আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক পিরোজপুর-১ আসনের অওয়ামীলীগ মনোনিত প্রার্থী শ ম রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি পৌর চেয়ারম্যান হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস সহ জেলা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!