মঠবাড়িয়ায় করোনায় সৃষ্ট দূর্যোগে বিশেষ মানবিক সহায়তা কমিটির মতবিনিময়

Sharing is caring!

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুৃরের মঠবাড়িয়ায় করোন ভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট দূর্যোগে বিশেষ মানবিক সহায়তা বাস্তবায়ন ও নির্দেশিকা বিষয়ক উপজেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে সামাজি দূরত্ব বজায় রেখে এ সভা বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি রিপন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, নারী ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, উপজেলা আওয়ামী লীগ সাধারল সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, চেয়ারম্যান সোবাহান শরীফ, দেলওয়ার হোসেন আকন, এবিএম ফারুক হাসান, রিয়াজুল আলম ঝনো, মিরাজ মিয়া, রফিকুল ইসলাম রিপন, হারুন-অর-রশীদ, নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমান, সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, এনজিও প্রতিনিধি ইসরাত জাহান মমতাজ প্রমুখ।
উপজেলার ১১টি ইউনিয়নের ১০,০০০টি ( তুষখালী ৭৩২টি, ধানীসাফা ১১৫৪টি, মিরেুখালী ৯৫৭টি, দাউদখালী ৮৫৮টি, মঠবাড়িয়া সদর ৯০৩টি, টিকিকাটা ১০৪৬টি, বেতমোর রাজপাড়া ৮১৩টি, আমড়াগাছিয়া ৮৬৩টি, সাপলেজা হলতা ১৩২৮টি, গুলিশাখালী ৮৬৩টি, বড়মাছুয়া ৪৮৩টি) পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় যে সকল কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে পরেছে, ভাসমান মানুষ, বস্তিবাসী, প্রতিবন্ধী,বয়স্ক ব্যক্তি, ভিক্ষুক, ভবঘুরে, বেকার শ্রমিক, গণপরিবহন শ্রমিক, রেস্টুডেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চা শ্রমিক, চা দোকানদার, দিন মজুর, রিক্সা/ভ্যানচালক, গাড়ীচালক, স্বামী পরিত্যক্তা/বিধবা নারী, বেঁদে, হিজড়া সম্প্রদায়, পথ শিশু, নি¤œ মধ্যবিত্ত পরিবারসহ মানািবক সহায়তা পাওয়ার যোগ্য নাগরিকদের এ সহায়তা দেয়া হবে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!