মঠবাড়িয়ায় ইসকন মন্দিরের আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

Sharing is caring!

মঠবাড়িয়া সংবাদদাতা :
পিরোজপুরের মঠবাড়িয়ায় হিন্দু ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ দেব এর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী মজুমদার বাড়ি শ্রীশ্রী রাধা গিরীধারী ইস্কন মন্দির ও কেন্দ্রীয় হরিসভা মন্দিরের আয়োজনে আনআতর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ(ইসকন) এর পরিচালনায় বৃহস্পতিবার বিকালে শহরের শ্রশী রাধা গিরীধারী আস্কন মন্দির অঙ্গন হতে এ রথ শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিপন বিশ^াস আনুষ্ঠানিকভাবে এ রথযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী সভায় বক্তব্য দেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীূষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার সাওজাল, ইসকন ভক্ত বাসুদেব মজুমদার ও অমিতাভ মজুমদার প্রমূখ।
শেষে রথের শোযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় ইসকন ও হরি মন্দিরে বিশষে পূজা অর্চণাদি অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার হিন্দু ধর্মীয় ভক্তবৃন্দ অংশ নেন।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!