রাজাপুরে বাসের চাপায় মোটর সাইকেল চালক নিহত (ভিডিও নিউজ )
ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস চাপায় তৌহিদুল ইসলাম (২১) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বাইপাস এলাকার টিএন্ডটি সড়কের মুখে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাইপাস এলাকার টিএন্ডটি গলির রাস্তা থেকে ৩ যুবক মোটরসাইকেলে করে আঞ্চলিক মহাসড়কে ওঠে। এ সময় বরিশালগামী শতাব্দী পরিবহনের একটি বাসের বাসের চাকায় পিষ্ট হয়ে তারা তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিলে চালক তৌহিদুলকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
মোটর সাইকেলে থাকা আরোহী শাকিল ও হাবিুবর রহমানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।