ইয়েমেনে সেই স্কুলবাসে বিমান হামলার ভুল স্বীকার সৌদির
নিউজ ডেস্ক : ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট গত মাসে দেশটির উত্তরাঞ্চলে একটি স্কুলবাসে বিমান হামলা করে। যাতে ৪০ স্কুলছাত্রসহ মোট ৫১ জনের প্রাণহানি হয়। প্রায় এক মাস পরে তারা ওই হামলায় জন্য ভুল স্বীকার করেছে।
গতকাল সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ এই স্বীকারোক্তির কথা জানায় বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই হামলায় ৪০ স্কুলছাত্রসহ মোট ৫১ জনের প্রাণহানি ঘটে বলে জানিয়েছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। সৌদি জোট ওই হামলাকে বিধিবহির্ভূত বলে স্বীকার করেছে।
বিবৃতিতে নিজেদের ভুলের জন্য অনুতপ্ত উল্লেখ করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করা হয়। এ ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয় বিবৃতিতে।
এ রকম ভুল যাতে আর না হয়, সে ব্যাপারে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
ওই হামলার পর সিএনএন এক প্রতিবেদনে জানায়, আগস্টের ৯ তারিখে স্কুলের শিশুদের বাসে হামলা চালানো বোমাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বানানো, যা স্বরাষ্ট্র বিভাগের অনুমোদিত অস্ত্র চুক্তির অংশ হিসেবে সৌদি আরবের কাছে বিক্রি করা হয়।