শেবাচিম হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

Sharing is caring!

বরিশালের শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল থেকে ভুয়া সনদধারী এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। ২৮ আগস্ট, মঙ্গলবার দুপুর ১২টায় তাকে আটক করা হয়। 

ধৃত ভুয়া চিকিৎসকের নাম সাইফুল ইসলাম। সে বরিশালের বানারীপাড়ার কুমারপাড়া গ্রামের মো. নূরুজ্জামানের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাইফুল পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে গেল এক বছর ধরে নিজেকে কখনো ইন্টার্ন চিকিৎসক, কখনো মেডিকেল অফিসার হিসেবে দাবি করে আসছে।ওইসব পরিচয়ে গলায় একটি স্টেথোস্কোপ ঝুলিয়ে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটে রাউন্ড দিয়ে আসছিলো সাইফুল। 

এ সময় সে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা নিয়েছে। এমনকি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে বাকেরগঞ্জ উপজেলার বিত্তবান এক পরিবারের মেয়েকে বিয়েও করেছে। 

সম্প্রতি সাইফুল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুল রশিদের ছেলেকে চাকরি দেয়ার কথা বলে ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়।

বরিশাল কোতায়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক সাইফুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!