মঠবাড়িয়া উপজেলা কাল থেকে পরোপুরি লকডাউন ঘোষনা

Sharing is caring!

মঠবাড়িয়া প্রতিনিধি >> করোনা ভাইরাসের সংক্রামন থেকে মঠবাড়িয়া উপজেলাকে নিরাপদ রাখতে আগামীকাল বুধবার থেকে মঠবাড়িয়ার পুরো উপজেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন৷

আজ মঙ্গলবার উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল বুধবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ উপজেলাটি লকডাউনের আওতায় থাকবে বলে  সিদ্ধান্ত নেয়া হয়৷ আগামীকাল উপজেলার বান্ধবপাড়া, ঝাউতলা, বাবুরহাট, মাছুয়া ফেরিঘাট, ভগিরথপুর বাজার, দাউদখালি নতুনবাজার, কুমিরমারা বাজার, দধিভাংগা এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথের বর্ডারগুলোকে সীল করা হবে৷

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক পয়েন্টে প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২ জন  আনসার সদস্য ও ২ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। তাদের সাথে প্রতিটি পয়েন্টে ০১ টি স্প্রে মেশিন থাকবে। যাতে মঠবাড়িয়াতে প্রবেশকারীদের জীবানুমুক্ত করে প্রবেশে করানো যায়৷

উল্লেখ্য করোনা মোকাবেলায় দেশকে আংশিক বা পুরোপুরি লক ডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!