মঠবাড়িয়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মঠবাড়িয়া সংবাদদাতা :
পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার গভীর রাতে শহরের ফার্মেসী রোডের বাপ্পি বস্ত্রালয়ে চুরি সংঘটিত হয়েছে। এসময় সংঘবদ্ব চোরের দল দোকান থেকে নগদ তিন লাখ টাকা ও মালামালসহ প্রায় চার লাখ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনারপর সকালে থানা পুলিশ ও ব্যবসায়ী সমিতির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোকানের কর্মচারী কমল দেবনাথ জানায়, সংঘবদ্ধ চোরের দল দোকানের সাটারের তালার হুক ভেঙ্গে দোকানে প্রবেশ করে। পরে দোকানের ক্যাশে থাকা নগদ ৩ লক্ষ ৩০ হাজার টাকা, থ্রীপিস, শাড়ী, লুঙ্গীসহ মোট চার লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকাত আনোয়ার জানান চুরির বিষয়টি রহস্যজনক। ঘটনা স্থল পরিদর্শন করা হয়েচে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।