মঠবাড়িয়ায় যুবক খুন || তিন নারীসহ গ্রেফতার ৪
সংবাদদাতা মঠবাড়িয়া >>>
পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে দৃষ্টি প্রতিবন্ধি দুলাল হাওলাদার (৩৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে বরিশাল শেরĚই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিন মিঠাখালী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত দুলাল উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের ঘটক কুটি মিয়া হাওলাদারের ছেলে। এঘটনায় ফয়সালসহ তিন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, সম্প্রতি নিহত দুলালের ভাইর ছেলে ৫ বছরের শিশু বেল্লাল এর সাথে প্রতিবেশী রেবা বেগমের ছেলে ইফাত (১০) এর পুকুরে সাঁতার কাটা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এর জেরে বৃহস্পতিবার সকালে নিহত দুলালের ছোট ভাই ইজিবাইক চালক হেলালকে প্রতিপক্ষ রেবা বেগমের ভাই রমজান, ফয়সাল ও তার চাচাত ভাই ওমর মিয়া মিলে মারধর করে।এ ঘটনা নিয়ে ঐ দিন সন্ধ্যায় নিহত দুলাল ছোট ভাইকে মারধরের কারণ জানতে চাইলে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে দুলালকে এলাপাথারী কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে দুলাল চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।
এ ঘটনায় গভীর রাতে নিহত দুলালের পিতা কুটি মিয়া বাদী হয়ে পতিপক্ষ রমজান, ফয়সাল, ওমর সহ এজাহার নামীয় ৬ ও অজ্ঞাত তিন জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তরের প্রক্রিয়া চলছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল এঘটনায় চারজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় রুপান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনায় জরিত বাকি আসামীদের গ্রেফারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।