মঠবাড়িয়ায় বিজয় দিবস পালিত
মঠবাড়িয়া সংবাদদাতা >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় যথাযথ মর্যাদায় ৪৯তম বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে দিনের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, প্রেসকাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলনের পরপরই প্যারেড গ্রাউন্ড পরিদর্শন ও সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ।
পরে শহীদ মোস্তফা খেলার মাঠ প্যারেড গ্রাউন্ডে পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ প্রদর্শিত হয়।