মঠবাড়িয়ায় করোনা টিকাদান শুরু

Sharing is caring!

মঠবাড়িয়া  সংবাদদাতা >>
মঠবাড়িয়ায় করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম টিকাগ্রহণ করে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস। প্রথম দিনে প্রায় ৫৫ জনকে এ টিকা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে।
এসময় সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি আকাস কুমার কুন্ডু,আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর,উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহআলম দুলাল,বাচ্চু মিয়া আকন, ওসি (তদন্ত) আবদুল হক, প্রেসকাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা করোনা প্রতিরোধে সকল ভয়ভীতি ও কুৎসা রটনা থেকে বিরত থেকে করোনা প্রতিরোধে টিকা গ্রহণের আহ্বান জানান।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!