মঠবাড়িয়ায় নারী ও শিশু ধর্ষণ-হত্যার কঠোর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Sharing is caring!

মঠবাড়িয়া সংবাদদাতা :
সারাদেশে নারী ও শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদ ও অপরাধির কঠোর বিচার দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় মিরুখালী স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্কুল সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশ নেন।
মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, শিক্ষক রোকনউজ্জামান শরীফ, শাকিল আহম্মেদ, হাসিবুল ইসলাম, নাজমুস শাদাত, কিরণ প্রভা রায়, পারভেজ তালুকদার, অভিভাবক জাকির হোসেন, শিক্ষার্থী অনন্যা কুন্ডু, নাসরুল্লাহ মহারাজ, মিম তালুকদার প্রমূখ।

বক্তারা নারী ও শিশু নির্যাতন ধর্ষণ প্রতিরোধে সম্মিলিত সকলকে সচেতন ও সোচ্চার হওয়ার আহŸান জানিয়ে বলেন, অপরাধীরা যেন রাজনৈতিক দল, প্রভাবশালী মহল ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় না পায়। যৌন সন্ত্রাসীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!