মঠবাড়িয়ায় দুই ইউপি মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০, ইউপি প্রার্থীসহ ৩ জন আটক

Sharing is caring!

মঠবাড়িয়া  সংবাদদাতা>>>>পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে প্রতিদ্ব›দ্বী দুই ইউপি মেম্বর প্রার্থীর সমথর্কদের মধ্যে সংঘর্ষে ২০জন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় ইউপি মেম্বর প্রার্থী মোদাচ্ছের হোসেন (৬২, আল-আমিন মিস্ত্রী(৫০) ও মিরন হোসেন (২৪) কে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ। নির্বাচনী প্রচারনার শেষ দিনে শনিবার রাত দশটার দিকে বেতমোর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচ জনকে আশংকাজনক অবস্থায় রাত এগারটার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ইউপি নির্বাচনী প্রচারনার শেষ দিনে উপজেলার বেতমোর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দুই প্রতিদ্ব›দ্বী প্রার্থী পিরু শিকদার (তালাচাবি) ও মোদাচ্ছের হোসেন হাওলাদার (ফুটবল) এর সমর্থকরা প্রচারনা শেষে তালাচাবি প্রতীকের মাইক ভাংচুর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখাদিলে দুই পক্ষ সশস্ত্র সংঘর্ষে জরিয়ে পড়ে। এতে দুই পক্ষের ২০জন সমর্থক আহত হন। এঘটনায় বেতমোর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন, তালাচাবি প্রতীকের মো. কামাল হোসেন (৪৫), মো. রুহুল আমিন (৪৭), মো. শহিদুল ইসলাম বাবুল শিকদার (৪৫), ফারুক শিকদার (৪৫) রাজ্জাক হোসেন রাজু (২২) ও ফুটবল প্রতীকের সমর্থকরা হলেন, ইউপি মেম্বর প্রার্থী মোদাচ্ছের হোসেন (৬২), মো. আমির হোসেন (৫৬), মো. আল-আমিন (২৮), মো. হানিফ (৪৫), মো. মিলন (২৫), মো. মুছা (২১), এমাদুল হক (৫০), মো. শামসুল আরম (৬০), মো. জহিরুল শিকদার (২৫), মো. হারুন-অর-রশিদ(৬৫)সহ ২০জন আহত হয়েছে। এদের মধ্যে গুরতর আহত অবস্থায় মো. আমির হোসেন, মো. হানিফ, মো. কামাল হোসেন, ফারুক শিকদার ও রাজ্জাক হোসেন রাজুকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানানান্তর করা হয়েছে।
এছাড়া গভীর রাতে মিরুখালী ইউপির বিভিন্ন স্থানে প্রতিদ্ব›দ্বী প্রতিপক্ষরা স্বতন্ত্র চেয়ারম্যান প্্রার্থী আবু হানিফের (আনারস প্রতীকের) নির্বাচনী ৬টি অফিস ভাংচুর করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন, দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় এক প্রার্থীসহ তিন জনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!