মঠবাড়িয়ায় চার ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
মঠবাড়িয়া সংবাদদাতা :
পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরণ আইনে শহরের চার ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া এ (বাজার তদারকি) অভিযান পরিচালনা করেন।
এসময় শহরের কেএম লতীফ মেডিসিন মার্কেটে চার ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসী মালিকদের এ অর্থদÐ প্রদান করা হয়।
দÐপ্রাপ্ত প্রতিষ্ঠান হল শহরের কেএম লতীফ মার্কেটের সোনারগাাঁ ড্রাগ হাউস ৮ হাজার টাকা, তানজীব ড্রাগ হাউস ৪ হাজার টাকা, সিফাত মেডিকেল হল ৩ হাজার টাকা ও মৃধা হেলথ কেয়ার ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভাগীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, এ অভিযান অব্যাহত থাকবে।