মঠবাড়িয়ায় খালে নিখোঁজ হওয়া বৃদ্ধের লাশ উদ্ধার

Sharing is caring!

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা >>
মঠবাড়িয়ায় খালে গোসল করতে গিয়ে আবদুল মোতালেব (৭৫) নামে এক বৃদ্ধ কৃষক নিখোঁজ হওয়ার সাড়ে চারঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টায় মিরুখালী বাজার সংলগ্ন খালে গোসল করতে গিয়ে ঘাট থেকে পড়ে ওই বৃদ্ধ নিখোঁজ হন। পরে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল সাড়ে তিনটার দিকে খাল থেকে তার লাশ উদ্ধার করে। নিহত বৃদ্ধ মোতালেব ওয়াহেদাবাদ গ্রামের বাসিন্দা ও তিনি তিন কন্যা সন্তানের জনক।
জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে প্রতিদিনের মতো বৃদ্ধ মোতালেব বাড়ির কাছে মিরুখালী খালে গোসল করছিলেন। এসময় ঘাট থেকে পিছলে পড়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। পরে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও বরিশালের একটি ডুবুরি দল বিকাল সাড়ে তিনটার দিকে বৃদ্ধ মোতালেবের লাশ উদ্ধার করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান মিলু নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই বৃদ্ধের মরদেহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারের জিম্মায় রয়েছে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!