মঠবাড়িয়ায় ১২০টি জিপিএ-৫, শীর্ষে কে এম লতিফ ইনষ্টিটিউউশন

Sharing is caring!

মঠবাড়িয়া প্রতিনিধি >>  মঠবাড়িয়া উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় মোট  জিপিএ-৫ পেয়েছে ১২০ টি। এর মধ্যে ঐতিহ্যবাহী  কেএম লতীফ ইনষ্টিটিউশন ৫১ টি জিপিএ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। জিপি এ-৫ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো- উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ১, তুষখালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২, তুষখালী মাধ্যমিক বিদ্যালয় ১৩, সোনাখালী মুন্সি আবদুর কাদের উচ্চ বিদ্যালয় ১, সাফা মাধ্যমিক বিদ্যালয় ৮, মিরুখালী স্কুল এন্ড কলেজ ১৩, কেএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় ২, বড়মাছুয়া হাই ইনষ্টিটিউশন ১. রাজার হাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয় ১, ছগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ৩, আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় ১, নলী চড়কগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় ২, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় ৭, গুলিসাখালী জিকে মাধ্যমিক বিদ্যালয় ৩, তোফেল আকন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ৫, বেতমোর মাধ্যমিক বিদ্যালয় ৬ টি । কেএম লতীফ ইনষ্টিটিউশন থেকে ২৮৯ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৮৫ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৮.৬২%।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!