মঠবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মঠবাড়িয়া প্রতিনিধি >> পিরোজপুরের মঠবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে। পরে সকাল ৯টায় কেককেটে দিবসটির শুভ সূচনা করা হয়। বিকালে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার মুক্তমঞ্চে এসে আলেচনা সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আরিফ উল হক। উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহিন, সেচ্ছা সেবক লীগ নেতা আলা উদ্দিন আল আজাদসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুর রহমান রাজুর নেতৃত্বে পৃথক ভাবে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেছে।