মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাইচমিল শ্রমিকের মৃত্যু
মঠবাşিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারে শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্টে মিঠু হাওলদার (৩০) নামে এক রাইচমিল শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মিঠু হাওলাদার উপজেলার চালিতাবুনিয়া গ্রামের নিরঞ্জন হাওলাদার এর ছেলে। সে মিরুখালী ইউনিয়ন বাজারের একটি রাইচমিলে শ্রমিকের কাজ করত।
রাইচমিলের ম্যানেজার উত্তম চন্দ্র হালদার জানান, শনিবার বিকালে মিঠু মিল ভবনের ছাঁদে উঠছিলো। এসময় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুত খুটির লাইনের তারে মাথায় স্পৃষ্ট হলে সে ছিটকে নিচে পড়ে গুরুতর জখম হয়। পরে মিল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।