মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে প্রবীণ নারীদের মাঝে কম্বল বিতরণ
মঠবাড়িয়া প্রতিনিধি >> মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতার্ত প্রবীণ দুস্থনারী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার সকালে গ্রামীণ ব্যাংক পিরোজপুর জোনের সহযোগীতায় উপজেলার এ অঞ্চলের চারটি শাখায় এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় গ্রামীণ ব্যাংক পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার মাহবুবুল মোস্তফা ও জোনাল অডিট অফিসার একলাজ উদ্দিন এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় এরিয়া ম্যানেজার সেকেন্দার আলী খান, প্রোগ্রাম অফিসার মো. হাফিজুর রহমানসহ শাখা ব্যবস্থাপক বৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে এ অঞ্চলের গ্রামীণ ব্যাংকের তুষখালী. হলতা গুলিশাখালী. ডৌয়াতলা ও ভণ্ডারিয়ার ইকরিসহ চারটি শাখার প্রবীণনারী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।