মির্জাপুরে প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা
নিউজ ডেস্ক : প্রেমিকার বাড়িতে প্রেমিক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের গুনটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, প্রেমিক সোনালী মিয়ার বাড়ি নীলফামারী জেলায়। তিনি পাকুল্যা-লাউহাটি সড়কের পাশে গুনটিয়া গ্রামে অবস্থিত সুব্রত সাহার রাইচ মিলে শ্রমিকের কাজ করতেন। রাইচ মিলের মালিক সুব্রত সাহার বাড়ি উপজেলার পাকুল্যা গ্রামে। রাইচ মিলে আরও ২০-২৫ জন শ্রমিক কাজ করে আসছে।
স্থানীয় লোকজন জানান, সোনালী মিয়া রাইচ মিলে কাজ করার সময় পাশের বাড়ি মৃত রহম আলীর নাতনির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে একাধিকবার বিচার সালিশও হয়েছে। তারপরও দুজন দুজনকে ছাড়তে পারেনি।
সোমবার দিবাগত রাতে প্রেমিকের বাড়িতে গিয়ে তার ওড়না গলায় পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আজ মঙ্গলবার সকালে রহম আলীর স্ত্রী সুরাইয়া বেগম গাছে ঝুলন্ত অবস্থায় সোনালীর লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজনকে জানান। স্থানীয় মেম্বার ও ইউপি চেয়ারম্যান ঘটনাটি মির্জাপুর থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
