মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত

Sharing is caring!

মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন নজিরবিহীন কঠোর নিরাপত্তায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মো. রিয়াজ উদ্দিন ও তার প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে মো. আরিফুর রহমান সিফাত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যাড. নাসরিন জাহান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

জানাগেছে,নির্বাচনে মোট ৮১ টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের ভাই উপজেলা আওয়ামীলীগের সদস্য রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপুল ভোটের ব্যবধানে আনারস প্রতীক ৪৭৬৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্ব›দ্বী হোসাইন মোশারেফ সাকু নৌকা প্রতীক ২১৩৯৮ ভোট পেয়েছেন। এ ছাড়া ওই প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত টিয়া পাখি প্রতীক ৪৩৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী সাকিল আহম্মেদ নওরোজ চশমা প্রতীক ২২৮৫৭ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যাড. নাসরিন জাহান কলস প্রতীক ৪২০৪৪ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী মাকসুদা আকতার বেবি ২২০৩৮ ভোট পেয়েছেন।

সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ বেসরকারি ভাবে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!