মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদন্ড

Sharing is caring!

মঠবাড়িয়া প্রতিনিধি ঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১০ম শ্রেণির স্কুল পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে হাসান মোল্লা (১৮) নামে এক বখাটে যুবককে দুই মাসের কারাদন্ডদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ দেন।

দন্ডিত হাসান উপজেলার সাপলেজা গ্রামের মো. বাদল মোল্লার ছেলে।

মঠবাড়িয়া থানার এস আই জাফর হোসেন জানান, বখাটে হাসান দীর্ঘদিন ধরে সাপলেজা মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার বিকালে বখাটে যুবক হাসান ওই কলেজ ছাত্রীর পিছু নিয়ে উত্ত্যক্ত শুরু করে। পরে ভুক্তভোগি ওই ছাত্রী নিজেই অভিভাবকের সাহায্য নিয়ে বুধবার বিকালে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে। এসময় পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটে হাসানকে সাপলেজা বাজার থেকে আটক করে । পরে পুলিশ আটককৃত হাসানকে রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই বখাটেকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশের আদেশ দেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান মিলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দÐিত যুবককে আগামীকাল পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হবে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!