মঠবাড়িয়ায় মহিষের শিং-এর আঘাতে স-মিল শ্রমিক নিহত

Sharing is caring!

মঠবাড়িয়া সংবাদদাতা :
পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিষের শিং-এর আঘাতে মো. হানিফ বেপারী(৫০) নামে এক স-মিল শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলতলা গ্রাম্যবাজার সংলগ্ন একটি স-মিলের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শ্রমিক হানিফ উপজেলার দধিভাঙা গ্রামের আব্দুল হালিম বেপারীর ছেলে। সে তিন সন্তানের জনক।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে শ্রমিক হানিফ বেপারী স্থানীয় তেঁতুলতলা বাজারের একটি স- মিলের পাশে স্তুপ করা গাছের গুড়ি মাপতে যায়। এসময় খাল পাড়ে স্থানী কৃষক সাইফুল ইসলাম সফলের বেঁধে রাখা একটি মহিষ ছুটে এসে অতর্কিত ওই স-মিল শ্রমিকের ওপর হামলা চালায়। এতে সে ঘটনাস্থলে নিহত হয়। পরে গ্রামবাসি হিংস্্র মহিষটিকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে। এ মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছাঁয়া নেমে আসে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার হোসেন মহিষের শিং-এর আঘাতে স-মিল শ্রমিকের মৃত্যু নিশ্চিত করে জনান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!