মঠবাড়িয়ায় ভোক্তা আইনে চার প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

মঠবাড়িয়া সংবাদদাতা >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরণ আইনে শহরের চার প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দিনব্যাপী পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া এ (বাজার তদারকি) অভিযান পরিচালনা করেন।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাদ্য সামগ্রী উৎপাদন, খাবারের প্যাকেটে মেয়াদ এর তারিখ উল্লেখ না থাকা ও মেয়াদোর্ত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে এসব প্রতিষ্ঠানকে অর্থদÐ প্রদান করা হয়।

দÐপ্রাপ্ত প্রতিষ্ঠান হল শহরের দেবনাথ ট্রেডার্স ৪ হাজার টাকা,আদী সাতক্ষীরা ঘোষ ৫ হাজার টাকা, দক্ষিন বন্দর বড়মাছুয়া সড়কে মদিনা বেকারী ১০ হাজার টাকা এবং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে হাওলাদার ফার্মেসীর মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!