মঠবাড়িয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

Sharing is caring!

মঠবাড়িয়া প্রতিনিধি >> দেশ ব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম ও ডেঙ্গু প্রতিরোধে মঠবাড়িয়ায় জনসচেতনতা বৃদ্ধিকল্পে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের একযোগে এ কর্মসূচী পালন করে। শহরের মঠবাড়িয়া কে এম লতীফ ইনিস্টিটিউশন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সড়কে র‌্যালী ও জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ, পৌরসভার সচিব হারুন আর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাজাহান আলী শেখ, কে এম লতীফ ইনিস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, কে এম লতীফ ইনিস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সদস্য ফজলুল হক মনি, ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলামসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ও ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মশক নিধক ফগার মেশিন দিয়ে ওষুধ দেওয়া হয়।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!