মঠবাড়িয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রর্দশনী মেলা অনুষ্ঠিত

Sharing is caring!

মঠবাড়িয়া (পরিোজপুর) প্রতিনিধি >>
মঠবাড়িয়ায় খামারিদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রর্দশনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রণসিম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় উপজলো ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ মেলার আয়োজন করে। মেলায় ৩৫টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার গাভী খামারিরা তাদরে খামারে উৎপাদিত উন্নত মানরে গাভী, ছাগল, ভড়ো, ঘোড়া, কবুতর,হাঁস,মুরগি ও সৌখিন জাতের প্রাণি বিড়াল, খরগোশ, টিয়া, ময়না নিয়ে আসেন।
উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দনি আহম্মেদ প্রধান অতিথি হিসেবে  এ মেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী র্কমর্কতা র্ঊমি ভৌমিক এর সভাপততিে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজলো আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, থানা অফিসার ইনর্চাজ নুরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ভেটেরিনারি র্সাজন ডা. শ্যামল চন্দ্র দাস, খামারি নুরজাহান বেগম প্রমূখ।

মেলায় উপজলো প্রাণিসম্পদ র্কমর্কতা ডা. মোহা. নুর আলম বলেন, এ প্রাণসিম্পদ প্রর্দশনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ উন্নত প্রজাতির পশুপালনে উৎসাহতি হব।ে

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!