মঠবাড়িয়ায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব

Sharing is caring!

মঠবাড়িয়া প্রতিনিধি ঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের সরকারি হাতেম আলী বালিকা বিদ্যালয়,কেএম লতীফ ইনস্টিটিউশন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণ ‘বই উৎসব’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে বিভিন্ন স্কুলে বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আরিফ উল-হক, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউনুস আলী হাওলাদার প্রমূখ উপস্তিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস জানান, এবছর উপজেলায় মোট ৩৫১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০ হাজার ৬ শত ৪৭ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!