পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে আ’লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ২২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Sharing is caring!

নিউজ ডেস্ক >>
পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পাটির মোট ২২ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহকারী সকলেই জমা দিয়েছেন।

দলীয় সূত্র জানায়, আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ১৩ জন, বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ৮ জন এবং জাতীয় পার্টিও লাঙন প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ১জন। ¬ যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন, সাবেক এমপি ডা. আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, জেলা আ’লীগ সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বার, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও জেলা আ’লীগ সদস্য তাজউদ্দীন আহমেদ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সদস্য এছাহাক আলী খান পান্না, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন ডলি, বরিশাল জেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগ সদস্য জাকির হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইউসুফ মাহমুদ ফরাজী, উপজেলা আ’লীগ সহ-সভাপতি খলিলুর রহমান, আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন (প্রিন্স)।

অপরদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য কর্ণেল শাহজাহান মিলন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য কেএম হুমায়ুন কবীর, সাবেক যুবনেতা ও উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম মৃধা, উপজেলা বিএনপির সদস্য এ্যাড. শাহজাদা তালুকদার এবং বিএনপিমনা এ্যাড. বশির মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পিরোজপুর ৩ আসনের বর্তমান সাংসদ ডা. রুস্তম আলী ফরাজী কেন্দ্রীয় কার্যালয় থেকে লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!