১০ টাকার জন্য আত্মহত্যা !

Sharing is caring!

নিউজ ডেস্ক : বাবার কাছে মাত্র ১০ টাকা চেয়ে না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে রংপুরের বদরগঞ্জে সুমন মহন্ত (১৬) নামে এক কিশোর ।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটে গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের খালিশা হাজীপুর বৈরাগীপাড়ায়। নিহত সুমন ওই এলাকার শ্যামল মহন্তের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন বিকালে সুমন তার বাবা শ্যামল মহন্তের কাছে ১০ টাকা চেয়েছিল। কিন্তু তার বাবা ওই টাকা দিতে অপারগতা জানায়।

একপর্যায়ে সুমন আবারো ১০ টাকার জন্য অনুরোধ করে ব্যর্থ হয়। পরে টাকা না পাওয়ায় বাবার ওপর অভিমান করে সবার অজান্তে বাড়ির পাশের একটি জঙ্গলের ভেতর বাঁশের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

রাতে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে প্রথমে তার পরিবারের লোকজনকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ সুমনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!