মঠবাড়িয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধাঁ, নৌকা প্রার্থীর একক প্রভাব বিস্তারের অভিযোগ

Sharing is caring!


মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আ‘লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাঁধা ও স্বতন্ত্র প্রার্থীসহ কর্মী সমর্থকদের অবরুদ্ধ রাখার অভিযোগ উঠেছে। নৌকা প্রার্থী দলীয় প্রভাব খাটিয়ে ন্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামসহ তার কর্মীদের প্রচারের জন্য ঘর থেকে বের হতে দিচ্ছেন না এমনকি নারী কর্মীদের লাঞ্চিত করার অভিযোগ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন। শুক্রবার সকালে স্থানীয় প্রেসকাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি তার ইউনিয়নে বিপ্লব নামে এক যুবলীগ নেতা সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে তার নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। এ মামলায়তার ৯টি ওয়ার্ডেরই গুরুপ্তপূর্ণ কর্মীদের আসামী করে পুলিশ দিয়ে হয়রাণী করা হচ্ছে। এছাড়া তার প্রতিদ্বন্ধি আ‘লীগ প্রার্থী হারুন অর রশিদ তালুকদারে নির্দেশে স্থানীয় ও ভাড়াটিয়া সন্ত্রসীরা তার স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম কর্মিদের নির্বাচনী প্রচারে ঘর থেকেও বের হতে দিচ্ছেন না। এবং তার পোস্টার, ব্যানার ছিড়ে আগুনে পুড়িয়ে দিচ্ছে।নৌকার কর্মী সমর্থকদের মারধরে এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি করছে।আ‘লীগ প্রার্থী মো. হারুন অর রশিদ তালুকদার এসব অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক গণ পরিষদ সদস্য এড. শামসুল হক এর ছোট ভাই মো. আবু মিয়া, মো. আনোয়ার আকন, শিক্ষক মো. আফজাল হোসেন, জাকির হোসেন খান, ফারুক হাওলাদার প্রমুখ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল ইসলাম বাদল জানান, প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!