মঠবাড়িয়ায় যুবকের ৫০ ফুট উচু গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
মঠবাড়িয়া সংবাদদাতা :
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫০ ফুট উচু একটি রেন্ট্রি গাছ থেকে মারজান আকন (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফুলঝুড়ি গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার পূর্ব ফুলঝুড়ি গ্রামের মৃত নূরুল ইসলাম আকনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে মারজানের বসত ঘর সংলগ্ন বাগানের একটি রেন্ট্রি গাছে জামা, প্যান্ট, হাত মোজা ও পায়ে জুতা পরিহিত অবস্থায় ৫০ ফুট উচুতে ঝুলতে দেখে স্বজনরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রাতে মারজানের লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।