মঠবাড়িয়ায় দুর্নীতির অভিযোগে সংবাদ সন্মেলন করে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিলেন

Sharing is caring!

 

স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী খাস মহল লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, খামখেয়ালিপনা, আর্থিক দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওই প্রতিষ্ঠানের ২৬ জন শিক্ষক। বুধবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে প্রতিষ্ঠানের সভাকক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং ২৬ জন শিক্ষকের উপস্থিতিতে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। তিনি বলেন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের অদক্ষতা ও অব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠানটি তার পূর্বের ঐতিহ্য হারিয়ে যাওয়ার উপক্রম দেখা দেয়ায় ২০২০ সালের ২৪ অক্টোবর তার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন, ১ নভেম্বর শহীদ মিনার পাদদেশে মানববন্ধন, ১৫ নভেম্বর বিদ্যালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয়।

তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার কর্তৃক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পরও অদৃশ্য শক্তিবলে এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করে বরং তাকে সরকার ও স্কুল প্রদত্ত আর্থিক সুবিধা সচাল রেখে পুরস্কৃত করা করেন। ২০২০ সালের ৪ এপ্রিল কমিটির মেয়াদ শেষ হলেও নির্বাচন বন্ধে মামলা করতে তিনি সহয়তা করেন। তিনি আরো বলেন, ২০২০ সালের ১৬ মার্চ থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন বিনা ছুটিতে, যা চাকরি বিধির চরম লঙ্গন। তিনি অদৃশ্য থেকে মঠবাড়িয়ার একটি শক্তির ওপর ভর করে নানা চক্রান্ত করে দুই মাস মেয়াদের ১টি এ্যাডহক কমিটি করা হলেও তার মেয়াদ প্রায় শেষ পর্যায়।

বর্তমানে তিনি কারসাজি করে তার নিজের মতো করে একটি পকেট কমিটি করে বিদ্যালয়ে তার পদ বহাল রাখার পাঁয়তারা করছেন। তার এ চিন্তা-চেতনা কোনোদিনও বাস্তবায়ন হতে দেয়া হবে না। ঈদের পরে  তার অপসারণের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষনা করা হবে। সংবাদ সম্মেলন শেষে শিক্ষক ও মুক্তিযোদ্ধাগণ প্রধান শিক্ষক মোস্তাফিজের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার প্রমুখ। 

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!