মঠবাড়িয়ায় দুই পুলিশ সদস্যসহ নয়জন হোম আইসোলেশনে, উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫

Sharing is caring!

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের মঠবাড়িয়ায় নতুন করে এক পুলিশ সদস্যসহ তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট নয়জন আক্রান্ত বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। শহরের ৯ নং ওয়ার্ড থানাপাড়া মহল্লা রেড জোন ঘোষাণা করেছেন প্রশাসন।
হাসপাতাল সূত্রে জানাগেছে, রবিবার তিন জনের নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়ে এর মধ্যে মঠবাড়িয়া থানার এক পুলিশ সদস্য, শহরের টিএÐটি মহল্লার এক বৃদ্ধা ও উপজেলার ছোট মাছুয়া গ্রামের এক যুবকের করোনা পজেটিভ আসে। এর আগে মঠবাড়িয়া থানার এক পুলিশ সদস্য ও বাবুর্চি করোনা আক্রান্ত হন। এছাড়া থানাপাড়া মহল্লার এক শিশুসহ পরিবারের তিন সদস্য করোনা আক্রান্ত রয়েছেন। বর্তমানে মোট নয়জন করোনা আক্রান্ত হোম আইসোলেশনে চিকিৎসাধিন রয়েছেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মঠবাড়িয়ায় এ যাবৎ ২৫ জন করোনা সংক্রমণ ধরা পড়েছে। এদের ১৬জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বাকি নয়জন হোম আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানাপাড়া আজহার কলোনী রেড জোন ঘোষণা করা হয়েছে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!