মঠবাড়িয়ায় দুই ডাকাত গ্রেফতার
মঠবাড়িয়া সংবাদদাতা :
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ১০ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বাদুরতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত হলেন, উপজেলার উত্তর সোনাখালী গ্রামের ইউনুচ মৃধার ছেলে জিয়াউল হক জুয়েল ও ডাকাত জসিম হাওলাদার সাপলেজা গ্রামের মৃত কালু হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে মঙ্গলবার ভোর রাতে বাদুরতলী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে ডাকাতি, মাদক, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে ও জসিম হাওলাদার দুইটি ডাকাতি মামলার আসামি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ জানান, উপজেলার গুলিশাখালী গ্রামে রবিবার রাতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। ৭দিনের রিমান্ড চেয়ে গতকাল সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।