মঠবাড়িয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

Sharing is caring!


মঠবাড়িয়া প্রতিনিধি : >>
পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও পুষ্টি উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার মাধ্যমে অভীষ্ঠ অর্জনের লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮ শুরু হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.আলী হাসান, আবাসিক মেডিকেল অফিসার, মনিরুজ্জামান, ডা.প্রিয়ঙ্কা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা. সানাউল মোর্শেদ, সাংবাদিক মজিবর রহমান, ইশরাত জাহান মমতাজ প্রমুখ।

জনগণের খাদ্যাভাস ও খাদ্য পরিকল্পনায় পুষ্টির বিষয়টিকে গূরুত্ব দেয়ার লক্ষে এবছর পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’। দীর্ঘ ১৯ বছর পর এবছর পালিত হচ্ছে পুষ্টি সপ্তাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উদ্যোগে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে এই সপ্তাহ।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!