মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় পথচারী নিহত
মঠবাড়িয়া সংবাদদাতা :
মঠবাড়িয়ায় শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে মিরুখালী-আমুয়া সড়কে গাছ ভেঙ্গে চাপা পরে এক পথচারী রাজমিস্ত্রি শ্রমিক নিহত হয়েছে। নিহত ওই পথচারীর নাম জাকির হোসেন তালুকদার (৩৫)। সে দেবত্র গ্রামের মৃত. হযরত আলী তালুকদারের ছেলে এবং দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত জাকির হোসেন শুক্রবার রাতে রাজ মিস্ত্রির কাজ শেষে স্থানীয় মিরুখালী বাজার থেকে বাড়ি ফিরে যাচ্ছিলেন। এসময় আকস্মিক ভাবে কালবৈশাখী ঝড়ে মিরুখালী আমুয়া সড়কের ওপর একটি গাছের ডাল ভেঙ্গে পরে। এতে তিনি চাপা পড়ে ঘটনা স্থলে নিহত হন।
মঠবাড়িয়া থানার ওসি মো. শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।