পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে মঠবাড়িয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
মঠবাড়িয়া সংবাদদাতা :
ঢাকার নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি দলীয় কার্যালয়ে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে সংপ্তি সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ মিছিলের বিষয়ে জানতে চাইলে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু বলেন, ঢাকার নয়া পল্টনে পুলিশের ওপর বিএনপির সন্ত্রাসীরা পূর্বের ন্যায় অতর্কিত হামলা চালিয়েছে এবং গাড়ি ভাঙচুর করেছে। তার প্রতিবাদ জানিয়ে আমাদের কেন্দ্রঘোষিত প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা, ছাত্রলীগ নেতা, সোহেল,উজ্জল আহম্মেদ মিজানসহ অনেকে।