পুকুরে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু
লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানিয়েছেন স্বজনরা। শুক্রবার দুপুরে সদর উপজেলার মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলো- মাওলানা ফিরোজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী, মাওলানা ইব্রাহিম খলিলের ছেলে বায়োজিদ ও রায়পুর উপজেলা কেরোয়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে ইয়ামিন হোসেন। তাদের বয়স ৮ থেকে ১০ বছর।
পুলিশ জানায়, মহাদেবপুর এলাকায় শুক্রবার দুপুরে বাড়ির পাশে বালি ভরাটযুক্ত পুকুর পাড়ে তিন শিশু খেলা করছিল। কোন এক সময়ে পুকুরের পানিতে পড়ে বালির নিচে ডুবে যায় তারা। দুপুরে মোহাম্মদ আলীর লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করতে গেলে বায়েজিদ ও ইয়ামিন হোসেনের লাশও উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন তিন শিশু পুকুরের পানিতে ডুবে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন। এরপরও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।