পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ এর বাবা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন এর ইন্তেকাল
ঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ ও ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের বাবা এবং ভাণ্ডারিয়ার তেলিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন হাওলাদার আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি………রাজিউন )।
তিনি , চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্যআত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার আসরের নামাজ বাদ তার নিজগ্রাম তেলীখালী পারিবারিক কবর স্থান দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান ও পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং তার সহধর্মিনী সাবেক সাংসদ দৈনিক ইত্তেফাক এর সম্পাদক তাসমিমা হোসেন। এছাড়া পিরোজপুর জেলা ও মঠবাড়িয়ার বিভিন্ন রাজনৈতিক নেতারা ও মঠবাড়িয়া প্রেস ক্লাব নেতারা শোক প্রকাশ করে গভীর সমবেদনা জানিয়েছেন।