এবার নির্বাচনে আসবে পরীমণি।

Sharing is caring!

সবকিছু ঠিক থাকলে পরীমণি আগামী বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন। বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন তিনি।

পরীমণি বলেন, বেশ কিছুদিন ধরে ফিল্মপাড়ার অনেকেই আমাকে এ পরামর্শ দিয়েছেন। প্রথমে খুব একটা পাত্তা দেইনি। পরে ভেবে দেখলাম, বিষয়টা মন্দ নয়। আমি সবসময় চেয়েছি শিল্পীদের জন্য কাজ করতে। হোক সেটা প্রত্যক্ষভাবে, নয়তো নেপথ্যে। আর যেহেতু সমিতিটা শিল্পীদের তাই নির্বাচন করা যেতেই পারে। এখানে তো আমরা আমরাই। অর্থ্যাৎ সবাই তো ফিল্মপাড়ার।

মুখের কথা শেষ না হতেই প্রশ্ন ছোড়া হল, তাহলে কোন পদে লড়াই করবেন? প্রতুত্তরে পরীমণি বলেন, যারা আমাকে উৎসাহ দিচ্ছেন তারা প্রত্যেকেই বড় পদে লড়াইয়ের পরামর্শ দিয়েছেন। তবে কোন পদে নির্বাচনের ইচ্ছা রয়েছে সেটা এখনই বলতে চাচ্ছি না। মাঠে যেহেতু নামব, বড় পদের জন্যই নামব।

হেসে পরীমণি বলেন, কিছু মানুষ থাকবেই যারা সব ভালো কাজে দোষ খুঁজে বেড়াবে। নির্বাচনের বিষয়টা কোনো স্ট্যান্টবাজি নয়। মনের ইচ্ছা থেকেই বলছি, পরবর্তী নির্বাচনে ইনশাআল্লাহ অংশ নেব। বাকিটা তো সময়ই বলে দেবে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!